বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’র সক্রিয় সদস্য নাফিজ সালাম উদয়কে (৪৫) রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত নাফিজ রাজধানীর আদাবর থানার আব্দুস সালামের পুত্র।
আজ সোমবার র্যাব-২ এর সিনিয়র এএসপি (মিডিয়া) মো. ফজলুল হক বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি বিশেষ দল রোববার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে হিযবুত তাহরীর দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য নাফিজ সালাম উদয়কে গ্রেফতার করছে।
র্যাব বলেছে, নাফিস সালাম উদয়ের বিরুদ্ধে জঙ্গি সংক্রান্ত তিনটি মামলা ও একটি পুলিশ এ্যাসল্ট মামলা রয়েছে। সে ৮ বছর ধরে পলাতক ছিল।
নাফিস পরিচয় গোপন রাখার জন্য দাঁড়ি কেটে তার লেবাস পরিবর্তন করে কামরাঙ্গীরচরে ভাঙ্গারীর ব্যবসা শুরু করে। সে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে এবং জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখে। নাফিসের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় ৩টি মামলা রয়েছে এবং মোহাম্মদপুর থানায় ১টি পুলিশ এ্যাসল্ট মামলা রয়েছে। এছাড়া ডিএমপির আদাবর থানায় তার নামে একটি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জঙ্গি আসামি নাফিজ সালাম উদয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি সংক্রান্ত বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিল। সে হিযবুত তাহরীর বাংলাদেশ শাখার আমীরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে এবং অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীর গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।