Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

গাবতলীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে মিছিল

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

বগুড়ার গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটিকে অবৈধ পকেট কমিটি আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে গত রোববার রামেশ্বরপুর বাজারে বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রাব্বী সরকার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম মুক্তা, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজমল হোসেন বাবু, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান সাজু, ১নং ওয়ার্ড বিএনপিসাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপিসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ৪নং ওয়ার্ড বিএনপিসাধারণ সম্পাদক জালাল। বিএনপি নেতা আমিনুল ইসলাম পিয়াসের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান আলী, রবিউল করিম ও রবিউল ইসলাম, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, আ. রাজ্জাক রেজা ও নাজমুল হক, সাধারণ সম্পাদক মতিউর রহমান, আবু বক্কর সিদ্দিক ভুনু ও নাহিরুল ইসলাম প্রমুখ। যুবদল নেতা শাহিন, মোমিন, আ. রউফ প্রমুখ। শ্রমিকদল নেতা আ: রাজ্জাক, বেলাল প্রমুখ। স্বেচ্ছাসেবকদল নেতা আ: কুদ্দুস, বাছেদসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ