প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দেশের দুই দর্শকপ্রিয় অভিনেত্রী তারিন জাহান ও রুমানা রশীদ ঈশিতা একসঙ্গে বিচারকের আসনে বসলেন। তারা দুজন আলাদাভাবে বিচারক হিসেবে কাজ করলেও এই প্রথম একসঙ্গে বিচারক হিসেবে কাজ করেছেন। সম্প্রতি ‘শিশু একাডেমি’তে ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা’র আওতাধীন ‘লোক নৃত্য’র ক, খ ও গ বিভাগের আওতাধীন ২০২০ ও ২০২১ সালের ৪৮ জন প্রতিযোগীর মধ্যে প্রতিযাগিতা হয়। এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন তারিন ও ঈশিতা। তারিন বলেন, বাংলাদেশের তৃণমূলে যতটা সংস্কৃতি চর্চা বাড়ানো যাবে ততই ছোট ছোট শিশুদের মধ্যে মানসিক বিকাশ ঘটবে। সংষ্কৃতির প্রতি মূল্যবোধ বাড়বে ততই সন্ত্রাস, মাদক থেকে তরুণরা নিজেদের দূরে রাখতে পারবে। সংস্কৃতি চর্চার সাথে থাকলে তাদের মনে শিল্পের বিকাশ ঘটবে। অভিভাবকদের শিশুদের সুস্থ বিকাশের জন্য সংস্কৃতি চর্চা করা। ঈশিতা বলেন, এর আগেও এই ধরনের প্রতিযোগিতায় আরো চার-পাঁচবার বিচারক হিসেবে কাজ করেছি। এবারই প্রথম আমি এবং তারিন আপু একসঙ্গে বিচারকের ভূমিকায় কাজ করেছি। নতুন নতুন বাচ্চাদের সঙ্গে চমৎকার সময় কেটেছে, দারুণ অভিজ্ঞতা হয়েছে। উল্লেখ্য, শিঘ্রই বিজয়ীদের হাতে প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ পুরস্কার তুলে দিবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।