Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

১৮ বছরে বৈশাখী টেলিভিশন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

আজ ১৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে বৈশাখী টেলিভিশন। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করে চ্যানেলটি। এ উপলক্ষে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে বিভিন্ন ধরনের বিশেষ অনুষ্ঠান। ১৮ বছরে পদার্পণ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, আমাদের জন্য এদিনটি বড়ই আনন্দের। ১৮টি বছর একটি চ্যানেলের জন্য কম কথা নয়। এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা বৈশাখী টেলিভিশনের সঙ্গে ছিলেন, এখনও আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকের ভালোবাসার কারণেই আমরা সফলভাবে এগিয়ে চলেছি। বৈশাখী টেলিভিশন যাত্রা শুরুর পর থেকেই দর্শকের চাহিদার কথা চিন্তা করে নানাবিধ অনুষ্ঠান প্রচার করে আসছে। ভবিষ্যতেও আমরা সবশ্রেণীর দর্শকের কথা মাথায় রেখে আরো নতুন নতুন অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে। বৈশাখী টেলিভিশনের সম্মানিত সকল দর্শক, বিজ্ঞাপণদাতা, কেবল অপারেটরসহ সকল ভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ