Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তনুজার জন্য বাড়ি কিনলেন দুই কন্যা কাজল-তানিশা

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বহুদিনের স্বপ্ন ছিল এটা তাঁর, অবশেষে সেটা সফল করলেন। মাকে দেওয়া কথা রাখলেন কাজল। মা আর বোনকে নিয়ে লোনাভালার বাড়িতে পা রাখলেন কাজল। বাড়ি তৈরি হয়ে গিয়েছে তাঁর। আট মাস পর গেলেন সেই বাড়িতে। বুধবার, ২১ ডিসেম্বর তাঁরা তাঁদের এই বাড়ির দরজায় গাড়ি থামার পর সেখান থেকে নেমে আসেন তনুজা, তানিশা মুখোপাধ্যায় এবং কাজল। তাঁদের সঙ্গে তাঁদের পোষ্যও ছিল। নতুন বাড়িতে প্রবেশ করতে হলে আগে উদ্বোধন করতে হবে না? হবে তো! আর সেই কারণেই দরজা ছিল লাল ফিতে দিয়ে বাঁধা। সেই ফিতে কাটার পর তাঁরা তিনজন নতুন বাড়ির অন্দরে প্রবেশ করলেন। আর ঘরে ঢুকতেই কাজল এক অদ্ভুত কাণ্ড করে বসলেন। জুতো খুলে মেঝে ছুঁয়ে প্রণাম করলেন অভিনেত্রী। এই বাড়ি দেখে মুগ্ধ হয়ে যান তনুজা। এত সুন্দর বাড়ি! তাঁর দারুণ মনে ধরেছে বাড়িটি। আর সেটা ঘুরে দেখার সময় আনন্দে মাকে জড়িয়ে ধরেন কাজল। মায়ের সঙ্গে তাঁর দুই মেয়ের স্বপ্নও যেন সফল হল। আর এই আনন্দের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন তনুজা কন্যা তানিশা। তিনি লেখেন, অবশেষে আমরা মায়ের জন্য বাড়ি তৈরি শেষ করেছি। মাকে দেখাতে নিয়ে এসেছি এখন। গত আট মাস কিছু জানাইনি, আজ চমকে দেব বলে। সকলেরই ভীষণ পছন্দ হয়েছে এই ভিডিওটি। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন, 'এই ঠিকানা অনেক সুন্দর স্মৃতি দিয়ে ভরে উঠুক।' আরেক ব্যক্তি লেখেন, ‘কাজু আর তনুর মতো এমন দুই মেয়ে থাকতে মায়ের চিন্তা কী! মেয়েরাও ধন্য হয়ে গিয়েছে এমন মা পেয়ে।’ তানিশা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তিনি হামেশাই নানা ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। তাঁকে কাজলের শেষ ছবি ‘সালাম ভেঙ্কি’র হয়ে প্রচার করতেও দেখা গিয়েছে। গত ৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে রেবতী পরিচালিত এই ছবি। এরপর কাজলকে দেখা যেতে চলেছে একটি ওয়েব সিরিজে, নাম ‘দ্য গুড ওয়াইফ’। কাজলকে নিয়ে ভীষণই গর্বিত বোধ করে ওর বোন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ