Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসছে কাইলি মিনোগের ষোড়শ অ্যালবাম এবং ‘ড্রিম’ ট্যুর

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

পপ তারকা কাইলি মিনোগ তার ক্যারিয়ারের ১৬তম স্টুডিও অ্যালবাম আসবে বলে আভাস দিয়েছেন এবং তিনি জানিয়েছেন, তার নতুন গানগুলো নিয়ে অচিরেই হাজির হবে সরাসরি দর্শকদের সামনে। প্রতিবেদন থেকে জানা গেছে, গত সেপ্টেম্বর থেকেই তিনি স্টুডিওতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আরও জানা গেছে, তার পুরনো কিছু গানও নতুন অ্যালবামে অন্তর্ভুক্ত করবেন তিনি; এর মধ্যে থাকবে তার ২০২০-এর রেকর্ড সৃষ্টিকারী ‘ডিস্কো’ অ্যালবামের গান। তারকা জানান তিনি তার পুরনো কিছু গানকে নতুন করে স্পটলাইটে আনতে চান এবং সেগুলো তার ট্যুরেও পারফর্ম করবেন। গায়িকা বলেন, কারণ আমি ‘ডিস্কো’ নিয়ে ট্যুর করিনি। আশা করি, শ্রোতাদের ভাল লাগবে। আমি ‘ডিস্কো’ অন্তর্ভুক্তি নিয়ে রোমাঞ্চিত। তিনি জানিয়েছেন, ২০২৩-এর শুরুতে তার নতুন গান মুক্তি পাবে আর কয়েক মাসের মধ্যে মুক্তি পাবে পুরু অ্যালবাম। যুক্তরাজ্যে পূর্ণাঙ্গভাবে তার অ্যারেনা ট্যুর শুরু হবে তার পরই। তিনি বলেন, আমি এ নিয়ে স্বপ্ন দেখছি। শুধু তাই নয়, অনেক সূত্র জানিয়েছে, এরপর তাকে লাস ভেগাসে রেসিডেন্সি পারফর্মেন্সে দেখা যাবে। ইতোপূর্বে সেলিন ডিয়ন এবং বর্তমানে মারায়া ক্যারি সিন সিটি নামে পরিচিত জুয়ার রাজ্য লাস ভেগাসে পারফর্ম করেছেন বা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ