প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সাম্প্রতিক সময়ে নির্মাতাদের মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণে আগ্রহ দেখা যাচ্ছে। গত দুই বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেশ কিছু সিনেমা। এরই ধারাবাহিকতায় গত ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক সিনেমা ‘৭১-এর একখণ্ড ইতিহাস’। ‘৭১-এর একখণ্ড ইতিহাস’ বানিয়েছেন মিজানুর রহমান শামীম। মুক্তিযোদ্ধা চরিত্রে আছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। সিনেমাটি নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেতা।
রুবেল বলেন, ‘এটা আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ একটি সিনেমা। তিন যুগের ক্যারিয়ারে এবারই প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় অভিনয় করলাম। এটা আমার জন্য অসাধারণ অনুভূতি! সিনেমাটিতে দর্শক আমাকে মুক্তিযোদ্ধার চরিত্রে দেখেছেন। মারপিটের ভিড়ে গল্পটি একদমই আলাদা। দেশপ্রেমের গল্পটি যাঁরা দেখেছেন, অনেকেই প্রশংসা করেছেন। বেশ সাড়া পাচ্ছি। অনেকে ফোন করে প্রতিক্রিয়া জানাচ্ছেন।’
দীর্ঘ অভিনয়জীবনে এর আগে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় অভিনয় না করার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘‘সে রকম সুযোগ আসেনি; কিন্তু ইচ্ছা ছিল। এই সিনেমা নিয়ে পরিচালক মিজানুর রহমান যখন বললেন, ‘ছোট একটি এলাকার মুক্তিযুদ্ধের সত্য চিত্র তুলে ধরব। গল্পটা হৃদয়বিদারক’, তখনই মনে হলো, সারা দেশে ছিটিয়ে থাকা গল্পগুলো জনগণের সামনে নিয়ে আসা দরকার। প্রথমবার সেই সুযোগ পেয়ে আমি সার্থক। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি। দায়বদ্ধতার জায়গা থেকে মুক্তিযুদ্ধভিত্তিক আরও কিছু সিনেমা করছি।’’
সিনেমা নিয়ে তেমন প্রচারণা নেই কেন? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটার জন্য প্রচারণার দরকার ছিল। হঠাৎ বিজয় দিবসে মুক্তি দেওয়ায় সেই সময় হয়তো প্রযোজনা প্রতিষ্ঠানের হাতে ছিল না। আমাদের ভুল হয়েছে, শিক্ষা নিলাম। সামনে মুক্তি পাবে আমার ‘বীর বাঙালি’ ছবিটি। তখন আর এ ভুল করব না।’
উল্লেখ্য, ৩৫ বছরের চলচ্চিত্র জীবনে ২৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল। শুধু তাই নয়, এখন পর্যন্ত মোট ৯৭জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন। চিত্রনায়ক হওয়ার আগে চলচ্চিত্রে রুবেল পা রেখেছিলেন প্লেব্যক সংগীতশিল্পী হিসেবে। ‘জীবন নৌকা’ সিনেমায় বড় ভাই চিত্রনায়ক সোহেল রানার জন্য কণ্ঠ দিয়েছিলেন তিনি। চার বছর নজরুল সংগীতে এবং সাড়ে চার বছর শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছিলেন। ব্যাডমিন্টন, ফুটবল এবং কারাতে চ্যাম্পিয়নশিপেও জাতীয়ভাবে পুরস্কৃতও হন তিনি। তবে শেষ পর্যন্ত হয়ে যান বড় পর্দার নায়ক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।