প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত ৬ নভেম্বর প্রথম কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মেয়ে রাহাকে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন আলিয়া-রণবীর। কিন্তু তার সঙ্গে নিজের ফিট থাকার ব্যবস্থাও তো করতে হবে? সামনেই হয়তো শুটিংয়ে ফিরবেন আলিয়া। সে জন্যই এবার উল্টো হয়ে ঝুলে রইলেন! সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার পরবর্তী অনুভূতি শেয়ার করেছেন আলিয়া ভাট। পাশাপাশি মায়েদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন তিনি।
কালো রঙের স্ল্যাক্স ও কালো টি-শার্ট পরে দড়িতে উল্টো দিকে ঝুলে আছেন আলিয়া। বিষয়টিকে বলা হয় ‘এরিয়াল যোগ’। সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে নতুন মায়েদের জন্য লিখেছেন কিছু কথাও।
শরীরচর্চার ছবি পোস্ট করে আলিয়া নতুন মায়েদের উদ্দেশে লিখেছেন, ‘দেড় মাস পর, আমার টিচারের সাহায্যে এ ব্যায়ামটি করতে পারছি আজ। আমার সহযোদ্ধা মায়েদের বলতে চাই- ডেলিভারির পর নিজের শরীরের কথা শুনবেন। এমন কিছু করবেন না, যা আপনার শরীর আপনাকে সঙ্গ দেবে না। ওয়ার্ক আউটের প্রথম এক কি দুই সপ্তাহে নিঃশ্বাস নিয়েছি, হেঁটেছি এবং নিজের শরীরের মধ্যে ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করেছি। আমার এখনো অনেক পথ চলা বাকি। সময় নিন- আপনার শরীর যা করেছে, তাকে বাহবা দিন। আমার শরীর যা করেছে, তার পর আমি ঠিক করেছি নিজেকে আর যন্ত্রণা দেব না।’
আলিয়া আরও লিখেছেন,‘প্রতিটি মায়ের কাছেই সন্তানের জন্ম, একটি বিস্ময়কর ঘটনার মতো। নিজের শরীরকে ভালবাসুন ও তার সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করাই আমাদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত।’
তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজ থেকে কোনো রকম শরীরচর্চা না করতে সতর্ক করেছেন আলিয়া। সেলিব্রিটি ইয়োগা অ্যান্ড হলিস্টিক ওয়েলনেস এক্সপার্ট আনুষ্কা পারওয়ানি তার প্রশিক্ষক। তিনি কারিনা কাপুরেরও ইয়োগা প্রশিক্ষক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।