Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে ইসলামী আন্দোলন- চরমোনাই পীর

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ৬:৩০ পিএম

বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রাখে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিকে মানুষ ভোট দিয়ে দেখেছেন। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। যে জাতি নিজেরা ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না, আল্লাহ তাদের ভাগ্যের পরিবর্তন করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম। বেগমপাড়ায় টাকা পাচার করা হচ্ছে। সেকেন্ড হোম করছে মালয়েশিয়ায়। ভারতের বাঁধের প্রতিবাদে আমরা লং মার্চ করে সফল হয়েছি। আমরাই সফল হয়েছি। সোমবার বিকালে রাজবাড়ী শহীদ স্মৃতি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

রাজবাড়ী জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাঃ আঃ রহিম আল মাহমুদ সুমনের সভাপতিত্বে বক্তৃতা করেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের কেন্দ্রীয় সদস্য মাওঃ আমিনুল ইসলাম কাসেমী, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ক্বারী মুহাম্মদ আবু ইউসুফ, হাফেজ মাওলানা আব্দুল মালেক, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আশরাফুল ইসলাম, আলহাজ্ব নুর মুহাম্মদ মিয়া, মুফতী গোলাম কবির মাসুম, মাওলানা সিদ্দিকুর রহমান, মুফতী শরিফ ইফতেখার উদ্দিন, হাফেজ মোহাম্মদ সাব্বির হুসাইন প্রমুখ।

পরে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম রাজবাড়ী জেলা ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি হিসেবে সভাপতি আঃ রহিম সুমন, সহ-সভাপতি আব্দুর রহমান সোহান, সাধারণ সম্পাদক আবু রায়হান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ