Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খুকৃবি শিক্ষক সমিতির নির্বাচন ; বিনা প্রতিদ্বন্দ্বিতায় নীল দলের জয়

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ৩:৪২ পিএম

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) শিক্ষক সমিতির ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষক সংগঠন নীল দল কর্তৃক মনোনীত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে‌ছে। ২৮ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বি প্যানেল না থাকায় প্রধান নির্বাচন কমিশনার ড. মো. তসলিম হোসেন আজ সোমবার ফলাফল ঘোষণা করেন। সভাপতি নির্বাচিত হয়ে‌ছেন ড. মো. আসাদুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আশিকুল আলম, সহ-সভাপতি তুষার কান্তি রায়, যুগ্ম -সম্পাদক বিদ্যুৎ মাতুব্বর ও শাহীন ইমরান; কোষাধ্যক্ষ বাছির আহমদ; গবেষণা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক সৌরভ মোহন সাহা; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বরূপ কুমার কুন্ডু; সমাজকল্যাণ সম্পাদক জয়শংকর বৈদ্য; মহিলা বিষয়ক সম্পাদক সুবর্না রানী কুন্ডু এবং তসদস্য রাকিবুল হাসান মো. রাব্বি, মো: হামিদুর রহমান, নিগার আফসানা, মো. হাবিবুর রহমান ও কারিমুন নেছা। ফলাফল ঘোষণার পরপরই ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ