Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে বিদ্যালয় সভাপতি সাজাপ্রাপ্ত হওয়ায় পদ বাতিল

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

সিলেটের বিশ্বনাথ সিঙ্গেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি সাজাপ্রাপ্ত হওয়ায় কমিটি গঠনের ৫ মাসের মধ্যে পদ বাতিল করা হয়েছে। সভাপতির নাম বিএনপি নেতা আবারক আলী। গত ১৮ জুলাই ১০ জনের একটি কমিটি অনুমোদন দেয় শিক্ষা বোর্ড। কিন্তু সভাপতি একজন সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় গত ৪ আগস্ট এমপি মোকাব্বির খান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে আবারক আলীর সভাপতির পদ বাতিল করা হয়। সভাপতির পদ বাতিলের স্মারকপত্র হাতে পেয়ে স্কুলের অধ্যক্ষ জোবায়ের হোসাইন মজুমদার এক সাধারণ সভার আয়োজন করেন। গত শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির বিদ্যা উৎসাহী সদস্য ফজর উদ্দিন সাগর এমপিকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন। এনিয়ে সভায় উপস্থিত আফরুজ আলী ও আব্দুল আজিজ প্রতিবাদ করলে দু’পক্ষের উত্তেজনায় সভা পন্ডু হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে স্কুলের অধ্যক্ষ জোবায়ের হোসাইন মজুমদার বলেন, সকল প্রকার নিয়ম কানুন মেনেই কমিটি গঠন করা হয়েছে। কিন্তু এমপির অভিযোগে সভাপতির পদ বাতিল করেছেন শিক্ষা বোর্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ