Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রেষ্ঠ নির্মাতা ও অভিনেতা হিসেবে বিসিআরএ পুরস্কার পেলেন দোদুল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ)Ñএর শ্রেষ্ঠ নাট্যকার ও খল অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন প্রযোজক, নির্মাতা ও অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল। ‘মহব্বত বেপারী’ নাটকের জন্য শ্রেষ্ঠ পরিচালক, বৈশাখী টেলিভিশনের চলতি ধারাবাহিক ‘মুসা’র জন্য শ্রেষ্ঠ নাট্যকার ও খল অভিনেতা বিভাগে এই পুরস্কার অর্জন করেন। গত শুক্রবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির হাত থেকে এ পুরষ্কার নেন তিনি। দোদুল বলেন, অল্প কয়েক দিনের ব্যবধানে আবারও পুরস্কার পেয়েছি। এর আগে গত ১৫ ডিসেম্বর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (ট্রাব)-এর পুরস্কার পেয়েছি। কাজের সব স্বীকৃতি পেলে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায়। আমার জীবনে আমি অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছি। একাধিকবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পুরস্কার পেয়েছি। বিভিন্ন সামাজিক সংগঠন থেকেও অ্যাওয়ার্ড পেয়েছি। অ্যাওয়ার্ড আসলে কাজের প্রতি দায়ীত্ব যেমন বাড়ায়, তেমনি কাজ করতে আরও আগ্রহী করে তুলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ