Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চণ্ডীগড় ফাইভ স্টার হোটেলে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে, মেহমান যারা

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

২০২২ প্রায় শেষের পথে। চলতি বছরে বলিউড দিয়ে বয়ে গিয়েছে একাধিক ঝড়। পাশাপাশি ভুললে চলবে না যে, চলতি বছরে বলিউডে দ্বিগুণ খুশির বন্যাও বয়েছে। কারণ এই বছরেই সাত পাকে বাঁধা পড়েছেন রনবীর-আলিয়া থেকে শুরু করে পলক মুছল-মিথুন, হংসিকা সহ একাধিক তারকারা। এছাড়া মাও হয়েছেন একাধিক অভিনেত্রী। যেমন আলিয়া ভাট, বিপাশা বসু, কাজল আগরওয়াল প্রমুখ। এরই মধ্যে আগামী বছরে কোন তারকা গাঁটছড়া বাঁধতে চলেছেন, তারও একটি সংক্ষিপ্ত লিস্ট করে ফেলেছেন ভক্তরা নিজেই। যে তালিকায় প্রথমেই নাম রয়েছে, বলিউডের আরও এক সুপারহিট তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। অন্যদিকে রয়েছে, সুনীল শেঠী কন্যা আথিয়া শেঠী এবং কে এল সরকারের নামটাও। তবে ইতিমধ্যেই বলিউড আনন্দে মাতোয়ারা সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে। শোনা যাচ্ছে, আগামী বছরেই বিবাহ করতে চলেছেন তাঁরা। যদিও তাঁরা প্রেম হোক বা বিয়ে করার সিদ্ধান্ত কোনটাতেই শিলমোহর দেন নি। সবটাই গুঞ্জন। ইতিমধ্যেই জনপ্রিয় জুটির বিবাহের ভেনুও সেট হয়ে গিয়েছে। জানা গিয়েছে দিল্লিতে আয়োজিত হবে তাঁদের বিবাহ আসর। এমনকী তাঁদের বিয়ে সম্পর্কিত একাধিক তথ্যও সামনে এসেছে। চণ্ডীগড়ের একটি ফাইভ স্টার হোটেলে সিড-কিয়ারার বিয়ের আয়োজন হতে পারে বলে খবর। এছাড়াও তাঁদের বিয়ের অতিথিদের তালিকাও ফাঁস হয়েছে। একটি প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ের অতিথি তালিকায় রয়েছেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, বরুণ ধাওয়ান, জ্যাকি ভাগনানি, রকুল প্রীত সিং, করণ জোহর এবং অশ্বিনী ইয়ার্দি। একবার সিদ্ধার্থের সঙ্গে তাঁর বন্ধন সম্পর্কে কিয়ারা জানিয়েছিলেন, একজন সহ-অভিনেতা হিসাবে, সিদ্ধার্থ অত্যন্ত চালিত এবং মনোযোগী পুরুষ। তিনিও ছবির আগে খুব প্রস্তুতি নেন, ঠিক আমি যেভাবে একটি ছবিতে কাজ করতে পছন্দ করি তাঁর সঙ্গে আমার খুব মিল। সুতরাং, সেই অর্থে, আমরা খুব ভালভাবে চিনি নিজেদের। তিনি ইন্ডাস্ট্রিতে আমার সবচেয়ে কাছের বন্ধুদের মধ্যে একজন। সিদ্ধার্থ এবং কিয়ারা বর্তমানে নিজ নিজ কর্মকাণ্ডে ব্যস্ত। কিয়ারা জঈ১৫-এর জন্য রাম চরণের সঙ্গে শুটিংয়ে ব্যস্ত। সিদ্ধার্থ রোহিত শেঠির ইন্ডিয়ান পুলিশ ফোর্স ওয়েব সিরিজ এবং দিশা পাটানির সহ-অভিনেতা কেজো-এর প্রোডাকশন উদ্যোগ ‘যোধা’-এর শুটিংয়ে ব্যস্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ