প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’তে একটি চরিত্র রেনফিল্ড, সে কাউন্ট ড্রাকুলার এক সহযোগী। এই চরিত্রটিকে উপজীব্য করে নির্মিত হচ্ছে ‘রেনফিল্ড’ ফিল্মটি। ক্রিস ম্যাকের পরিচালনায় এই হরর-কমেডিটিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন নিকোলাস হোল্ট। আবশ্যকভাবে রক্তচোষা ড্রাকুলাও থাকবে ফিল্মটিতে। ড্রাকুলার চরিত্রটি করবেন নিকোলাস কেইজ। কেইজ জানিয়েছেন চরিত্রটি করার জন্য তিনি বিংশ শতাব্দীর বিখ্যাত শিল্পী অ্যান্ডি ওয়ারহলকে অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়েছেন। কেইজ এম্পায়ার সাময়িকীকে বলেন, ‘ম্যাকে ঠিক কী করতে চায় বোঝার পর আমি অনুধাবন করেছি এতে কমেডিক আর পপ আর্টের ভাব আছে। তাই আমি ভাবলাম এটি হবে এক পপ-আট ড্রাকুলা। ওয়ারহল নিজেই কালোতে কালো দিয়ে ড্রাকুলাকে এঁকেছেন। ওয়ারহলের ভাবনা এমনই ছিল।’ নতুন এই ফিল্মে তার চরিত্রের জন্য তিনি ভ্যাম্পায়ার ফিল্ম ‘নসফেরাতু’ও (১৯২২) দেখেছেন জানা কেইজ। ‘রেনফিল্ড’ ফিল্মে আরও আছেন অকোয়াফিনা। অভিনেতা বলেন, আমার মনে হয়েছে সেসব পারফর্মেন্স বেশ অতিরঞ্জিত। আমি ক্রিস ম্যাকেকে বলেছি আমি নিজে রেনফিল্ডের মাঝে বিষয়টি সমন্বিত করতে চাই। আমি জানিনা তাতে এসব রাখা হয়েছি কীনা। এটি স্টুডিওর ফিল্ম তাই আমি যতটা তাদের পাশ কাটিয়ে করা যায় আর কী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।