Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়দিনের বিশেষ নাটক ‘মেরিয়ান’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২২, ৩:৫২ পিএম

বড়দিন উপলক্ষে আজ (২৫ ডিসেম্বর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘মেরিয়ান’। মেসবাহ উদ্দীন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও।

নাটকের গল্পে দেখা যাবে, জন আমেরিকায় থাকে। প্রিয় চাচার মৃত্যুর খবর শোনার পর দ্রুত দেশে ফিরে আসে। চাচাকে খুব মিস করে সে। নিয়মিত কবরস্থানে গিয়ে মোমবাতি দেয়। প্রতিদিনই সেখানে একটি মেয়েকে দেখতে পায়। যে কবরগুলোতে মোমবাতি জ্বলে না মেয়েটি সেগুলোতে মোমবাতি জ্বালিয়ে দেয় এবং প্রার্থনা করে। বিষয়টা দেখে জনের খুব ভালো লাগে। মেয়েটির প্রতি কৌতুহলী হয়ে ওঠে সে। একদিন নিজে থেকে এগিয়ে গিয়ে মেয়েটির সাথে কথা বলে।

মেয়েটির নাম মেরিয়ান। গীর্জাতে সিস্টারদের হোমে থাকে। বাবা মা নেই। ছোটবেলায় ফাদার জোসেফ তাকে কুড়িয়ে এনেছেন এখানে। দিনে দিনে মেরিয়ানের প্রতি দুর্বল হয়ে পড়ে জন। মেরিয়ান খুব স্বল্পভাষী এবং নরম স্বভাবের। নিজের ছোট্ট জগতের মধ্যেই থাকতে পছন্দ করে সে। নিয়মিত প্রার্থনা করে আর স্বপ্ন দেখে একদিন তার সুন্দর একটা পরিবার হবে। এদিকে, জন যত মেরিয়ানের কাছে যেতে চায় সে তত নিজেকে লুকিয়ে ফেলতে চায়। শেষ পর্যন্ত কি জন মেরিয়ানকে কাছে পাবে? ভালোবাসার কথা বলতে পারবে?

‘মেরিয়ান’ শিরোনামের নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা। জন চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। এছাড়াও অভিনয় করেছেন ফারুক আহমেদ, মিলি বাশার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ