বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের বিরলে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার পলাতক আসামী ফজলুর রহমান (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক আসামী ফজলুর উপজেলার শহরগ্রাম ইউপি’র আকরগ্রামের আব্দুল বাছেদের ছেলে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা জানান, পলাতক আসামী ফজলুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলার মোট ১৮ টি ওয়ারেন্ট আছে। এর মধ্যে বিভিন্ন মেয়াদে সাজা ৩টি, সিআর ১৪টি এবং জিআর ১টি। এছাড়াও দিনাজপুর কতোয়ালী থানায় ১টি সাজা এবং ৩টি সাধারণ ওয়ারেন্ট মুলতবী আছে। ফজলুর প্রায় ৮/১০ বছর যাবৎ পলাতক ছিলো। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে গত শুক্রবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।