Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রংপুরে নির্বাচনী গণসংযোগে নামলেন পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ৮:৩০ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বিগত ৫২ বছরে যারা দেশকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে গড়ে তুলেছে আগামীতে তাদেরকে বর্জন করে সর্বক্ষেত্রে আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে হবে। দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে রাজনীতিতে একটি আদর্শিক পরিবর্তনের বিকল্প নেই।

তিনি বলেন, মানুষ অধিকার বঞ্চিত, ন্যায় বিচার থেকে বঞ্চিত এমনকি ভোটাধিকার থেকেও বঞ্চিত। একটি স্বাধীন সার্বভৌম দেশে মানুষের ভোটাধিকার হরণ করে সরকার দেশে একদলীয় অঘোষিত বাকশাল প্রতিষ্ঠা করেছে। এজন্য আমরা রংপুর সিটি নির্বাচনে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতা নেতা মো. আমিরুজ্জামান পিয়ালকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছি। আশা করি দুর্নীতিমুক্ত রংপুর সিটি কর্পোরেশন গড়ে তোলার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলেই হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

আজ শনিবার বিকেলে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার মেয়র প্রার্থী জননেতা মো. আমিরুজ্জামান পিয়াল এর সমর্থনে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের আমীর হযরত পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন হাতপাখার প্রতিদ্বন্ধিতাকারী আমিরুজ্জামান পিয়াল, ছাত্রনেতা শরীফুল ইসলাম রিয়াদসহ জেলা, মহানগর ও নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। ভোটারদের কাছে পীর সাহেব চরমোনাই গণসংযোগে নেমে হাতপাখায় ভোট চান ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ