বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পাশ করেও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে অনেকের। পাশ করার পরপরই তাদেরকে ভর্তিযুদ্ধে নামতে হচ্ছে অনেক চড়াই উতরাই পার হয়ে। যখন তারা কোন কলেজে ভর্তির সুযোগ পাবে ঠিক তখনি বিপাকে পড়ছে শিক্ষার্থীরা। তাও আবার যে প্রতিষ্ঠান থেকে পাশ করেছে সেই প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষক প্রশংসাপত্রের মূল্য ৫শ’ টাকা নির্ধারণ করেছে। টাকা না দেয়া পর্যন্ত প্রসংসাপত্র দিবে না বলে জানিয়ে দিয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জের বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলতাফ হোসেন তারা।
শিক্ষার্থীরা নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, আমরা বেশির ভাগ শিক্ষার্থীরা গরীব ঘরের সন্তান। ৫শ’ টাকা দিয়ে প্রশংসাপত্র নিতে পারবো না। যেখানে ভর্তির সুযোগ হবে সেখানে ভর্তি ফি লাগবে। প্রশংসাপত্র নিতে ৫শ’ টাকা দেয়া হলে ভর্তি ফি পাবো কোথায়?
এক শিক্ষার্থী বলেন আমার বাবা ভ্যানচালক, টাকা দিতে পারবে না। সারাদিন ভ্যান ঠেলে ২শ’ থেকে ৩শ’ টাকা আয় করে। এমতাবস্থায় আমাকে টাকা দিতে হলে ২ দিনের রোজগারের টাকা দিতে হবে। আর এ দুই দিন আমার পরিবারকে না খেয়ে থাকতে হবে। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক শেখ আলতাফ হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমি কোন কথা বলতে পারবো না।
এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল বলেন, প্রশংসাপত্রের বিপরীতে টাকা নেয়ার কোন বিধান নেই। বিষয়টি তদন্ত করে দেখব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। সত্য হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।