বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলী জনিত কারণে গত ২২ ডিসেম্বর বুড়িচং উপজেলায় নতুন ইউএনও হিসেবে সাহিদা আক্তার যোগদান করেন। তিনি বিসিএস ৩৪ তম ব্যাচের। সাহিদা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তিনি পদোন্নতি পেয়ে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তার এ যোগদান উপলক্ষে বুড়িচং উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনকে বিদায়ী সংবর্ধনা ও নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বুড়িচং উপজেলা প্রেসক্লাব, উপজেলার ৯ ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার। সহকারি কমিশনার (ভুমি) ছামিউল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মীর হোসেন মিঠু, উপজেলা প্রকৌশলী আলিফ আহম্মেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবদুল আউয়াল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রাসেল সারোয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা। পরে নতুন নির্বাহী অফিসার সাহিদা আক্তারকে ফুল দিয়ে বরণ ও বিদায়ী ইউএনও হালিমা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানানে হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।