Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় পর্বে শেষ হবে ‘দি আমব্রেলা অ্যাকাডেমি’ চূড়ান্ত সিজন

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

জনপ্রিয় ‘দি আমব্রেলা অ্যাকাডেমি’র চতুর্থ এবং চূড়ান্ত সিজন ছয় পর্বেই সীমিত থাকবে। সাধারণত ১২ বা ১০ পর্বে এ ধরণের সিরিজের একটি মৌসুম সীমাবদ্ধ থাকে। নেটফ্লিক্সের এই সিরিজটির শেষ মৌসুমও ১০ পর্বে শেষ হয়েছিল। সিরিজটির তত্ত্বাবধায়ক এবং নির্বাহী প্রযোজক স্টিভ ব্ল্যাকম্যান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে চূড়ান্ত মৌসুমের চিত্রনাট্যের প্রচ্ছদ প্রকাশ করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এবং কাহিনী শুরু হচ্ছে শেষবারের মত।’ নেটফ্লিক্স অরিজিনাল সিরিজটির প্রিমিয়ার হয়েছিল ২০১৯ সালে। এর কাহিনী দত্তক নেয়া কয়েক ভাইবোনের যারা তাদের অতিমানবীয় ক্ষমতা দিয়ে অপরাধের বিরুদ্ধে যুদ্ধ করে একেবারে কম বয়স থেকে। সিরিজটির আরেকটি উপজীব্য হল টাইম ট্রাভেল। শেষ মৌসুমে ভাইবোনরা তাদের ক্ষমতা হারিয়ে স্বাভাবিক জীবন যাপন শুরু করে। সিরিজে প্রধান কয়েকটি ভূমিকায় অভিনয় করেছেন এলিয়ট পেইজ, টম হপার, ডেভিড কাস্টানিয়েডা, এমি রেভার-ল্যাম্পম্যান, রবার্ট শিহান, এইডান গ্যালাহার, মেরি জে. ব্লাইজ, ক্যামেরন ব্রিটন, জন মাগারো, অ্যাডাম গডলি এবং কোম ফিয়রে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ