বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ,অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফেনী জেলা বিএনপির উদ্যোগে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলটি আজ বিকেল ৩টায় ফেনী শহরের তাকিয়া রোড থেকে শুরু হয়ে বড় মসজিদের সামনে দিয়ে প্রেসক্লাবের সামনে গেলে পুলিশি বাধায় মিছিলটি বেশিদূর এগোতে পারেনি। পরে খাজা আহম্মদ সড়ক দিয়ে বড় বাজার হয়ে ইসলামপুর রোডে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপির জাতীয় আন্দোলন আজ থেকে সারা বাংলাদেশে শুরু হয়েছে। সারাদেশের প্রতিটা জেলায় গণমিছিল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা স্বৈরাচারের পতন ঘটিয়ে জনগণের অধিকার কায়েম করব।
বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব বলেন, জেলা বিএনপির শান্তিপূর্ণ গণমিছিলে ফেনীতে শেখ হাসিনার লেলিয়ে দেয়া পেটুয়া বাহিনী,পুলিশ বাহিনী আমাদেরকে গণমিছিলে বাধা দিয়েছে। তারপরও নেতাকর্মীরা পিছিয়ে পড়েনি। তাদের অধিক সাহস এবং দৃঢ় মনোবলের কারনে আজকের এ কর্মসূচি সফল হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন গঠন,এম এ খালেক,এয়াকুব নবী,গাজী হাবীব উল্লাহ মানিক। ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুল রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপি সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঞা,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি বেলাল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার, সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি সাঈদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি ছালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন প্রমুখ। এছাড়াও জেলা উপজেলার প্রায় ২০ হাজার নেতাকর্মী গণ-মিছিলে অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।