Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

নেতাদের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিএনপির গণমিছিল

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ৬:৫৯ পিএম

গণতন্ত্র পুনরুদ্ধার ১০ দফা দাবি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির অফিসে এসে সমবেত হোন বিএনপির নেতা-কর্মীরা। পরে বিএনপি অফিস থেকে গণমিছিলটি বের হয়ে চৌরাস্তা দিয়ে নরেশ চৌহান সড়ক হয়ে কালিবাড়ি মোড় প্রদক্ষিণ করে আবার বিএনপি অফিসে এসে শেষ হয়। গণমিছিল শুরুর পূর্বে বিএনপি নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বক্তব্য রাখেন।

এসময় জেলা যুবদলের সভাপতি আবু নুর তুহিন বলেন, আওয়ামী লীগ সরকার পুলিশ বাহিনীর কারনে ক্ষমতায় রয়েছে। আমি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে সতর্ক করে বলতে চাই এ সরকার আজীবন ক্ষমতায় থাকবেনা। যারা আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন তাদের মনে রাখবেন। আমরা সবকিছু মনে রেখেছি। জেলে যেতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি তবুও এ সরকারের পতন চাই ।

জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও আমাদের নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আন্দোলন করার পাশাপাশি স্থানীয় ভাবে আরো কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সদর উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা মহিলা দলের সভাপতি প্যারিস, সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুর, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস সহ আরো অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ