প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ইউটিউব চ্যানেল ধ্রুব টিভি’র জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ শেষ হচ্ছে আজ (২৪ ডিসেম্বর) শনিবার। নানা ঘটনা-দুর্ঘটনা, আলোচনা-সমালোচনার পর ১১৬ পর্ব প্রচারের মধ্যদিয়ে শেষ হচ্ছে এবারের সিজন। ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুকে ‘শেষ পর্ব’ লিখে বিষয়টি জানিয়েছেন।
গত ১১ মার্চ প্রচার শুরু হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪-এর। এরপর থেকে তুমুল জনপ্রিয়তা পেতে থাকে নাটকটি। বিশেষ করে ইউটিউবে আগের সব রেকর্ড ভাঙতে থাকে। নাটকটিতে ব্যবহৃত একটি সংলাপ নিয়ে মাঝে দর্শকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়াও দেখা যায়। তবে দর্শকদের প্রতি সম্মান জানিয়ে সেই সংলাপটি ফেলে দেন নির্মাতা অমি।
সিজনটির শেষ পর্বে এসে মন ভালো নেই নির্মাতার। জানালেন এই নাটকের শুটিংয়ের সময়টা তিনি বেশ মিস করবেন। যারা নাটকটিতে অভিনয় করেছেন তাদের জন্যও বিষয়টি মানতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন অমি। তার কথায়, ‘এক বছরের জার্নি। প্রতি মাসেই আমরা এটির শুটিং করতাম। নাটকটি দেখতে দেখতে দর্শকের যেমন অভ্যাসে পরিণত হয়েছিল। শুটিং করতে করতে আমাদেরও অভ্যাস হয়ে গিয়েছিল। গত মাসে লাস্ট লট যখন শুটিং করি সবারই বেশ খারাপ লাগছিল। শেষ দিনের শুটিংয়ের সময় আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়ছিলাম। মনে হচ্ছিল কী যেন হারিয়ে ফেলছি।’
২০১৯ সালের শেষ দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পেয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয় সিরিয়ালটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সিজন।
উল্লেখ্য, মোশনরক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের আগের সিজনগুলো। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলম, পারসা ইভানা, সাবিলা নূর প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।