Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না.গঞ্জে মোড়ে মোড়ে পুলিশ, প্রস্তুত সাজোয়া যান

নারায়ষগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ৫:০০ পিএম

নারায়ণগঞ্জে সকাল থেকে মোড়ে মোড়ে অবস্থান করছে পুলিশ হেলমেট ও সাজোয়া যান নিয়ে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর এ সদস্যরা
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এই চিত্র দেখা যায়। একই চিত্র শহরের ২ নং রেল গেইট এলাকায়ও।
আজ স্থানীয় নেতারা ঢাকায় আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই বাস-মাইক্রোবাস ও প্রাইভেটকারে রওয়ানা দিয়েছে। আবার, দুপুর ৩টা থেকে রয়েছে বিএনপির গণমিছিল। ১০ দফা দাবি আদায়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল করবে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর বিএনপি। নেতৃত্বে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
সকাল থেকে কেন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশের অবস্থান; জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, ‘আমরা সর্তক অবস্থায় আছি। এতটুকুই জানি’।#



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ