Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

গুম করার অভিযোগ পরিবারের শ্বশুরবাড়ি থেকে ২ সন্তানের জননী নিখোঁজ

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : লোহাগাড়ায় শ্বশুর বাড়ি থেকে ২ সন্তানের মা তছলিমা আক্তার (২৬)-কে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন গুম করে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে তছলিমার মা আয়েশা বেগম লোহাগাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, ৭ বছর আগে চুনতি বনপুকুর এলাকার আয়েশা বেগমের মেয়ে তছলিমা আক্তারের সাথে একই এলাকার সিরাজুল ইসলামের পুত্র মোহাম্মদ আবু সিদ্দিকের বিয়ে হয়। আবু সিদ্দিক পেশায় গাড়ির ড্রাইভার। তাদের ঘরে ২টি মেয়ে সন্তান রয়েছে। বিগত ৫/৬ মাস হতে আড়াই লাখ টাকা যৌতুক দাবি করে তছলিমাকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২ আগস্ট তাকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন মেরে তাকে গুরুতর আহত করে। পরে তার মা খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। সে সময় তারা আইনের আশ্রয় নিতে গেলে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির মধ্যস্থতায় তা আর নেয়া হয়নি। তাদের জিম্মায় তছলিমাকে শ্বশুরবাড়ি পাঠানো হয়। থানায় দায়েরকৃত অভিযোগে বলা হয়, গত ১৬ ডিসেম্বর রাতে তছলিমাকে তার স্বামীসহ অন্যান্যরা বেশ মারধর করে সন্তানদের রেখে রাতের আঁধারে বাড়ি থেকে বের করে দেয়। ওই রাতে তছলিমার স্বামী আবু সিদ্দিক তার শ্বাশুড়ি আয়েশা বেগমকে মোবাইলে জানায়, তার মেয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন সকালে আয়েশা সেখানে গিয়ে তার মেয়েকে খুঁজতে থাকলে তছলিমার শ্বশুরবাড়ির লোকজন তাকে গালমন্দ করে তাড়িয়ে দেয়। সেই থেকে তার মেয়েকে গত ৫ দিন ধরে হন্যে হয়ে খুঁজে ফিরছে কিন্তু এখনো তার সন্ধান মেলেনি। তছলিমার স্বামী আবু সিদ্দিকের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে আমি ঘুম থেকে জেগে দেখি তাদের মা নেই। বাচ্চারা বলে তাদের মা রাতে ঘুম থেকে উঠে কোথায় যেন চলে গেছে। যাওয়ার সময় বাড়ির ব্যবহারের কাপড়-চোপড়ও নিয়ে যায় বলে তিনি জানান। ওইদিন রাতে মারধরের ব্যাপারে জিজ্ঞেস করা হলে স্বামী আবু সিদ্দিক জানান, আমি সারাদিন গাড়ি চালিয়ে রাতে বাড়ি আসলে আমার স্ত্রী তছলিমা আমাকে বলে আমার মা তার সাথে ঝগড়া করেছে। এদিকে আমার মাও অভিযোগ করেন তছলিমাই তার সাথে খারাপ আচরণ করেছে। তবে এব্যাপারে আমি আমার বাবার সাথে কথা বলে তার সমাধান করার চেষ্টা করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ