Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যারিসের কেন্দ্রে বন্দুকধারীর হামলা, তিনজন নিহত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:০৯ এএম

প্যারিসের কেন্দ্রস্থলে এক বন্দুকধারী গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছে। একই ঘটনায় আহত হয়েছে আরও চারজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী একটি কুর্দি কমিউনিটি সেন্টার এবং রেস্টুরেন্টকে টার্গেট করেছিল। তদন্তকারীরা বলছেন, এটি বর্ণবাদী হামলা কিনা, সেটি তারা খতিয়ে দেখছেন। প্যারিসের দশ নম্বর ডিস্ট্রিক্টের স্ট্রাসবুর্গ-সেইন্ট ডেনিস এলাকাটি এড়িয়ে চলার জন্য কর্তৃপক্ষ জনগণকে পরামর্শ দিয়েছে।
হামলার জন্য ৬৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। লোকটি গ্রেফতার হওয়ার পরপরই জানা যায়, সম্প্রতি তাকে জেল থেকে মুক্তি দেয়া হয়েছিল। তাকে এর আগেরবার আটক করা হয়েছিল তরবারি হাতে প্যারিসে অভিবাসীদের একটি শিবিরে হামলা চালানোর জন্য। ঐ ঘটনাটি ঘটেছিল ২০২১ সালের ৮ ডিসেম্বর বারসির কাছে। কেন তাকে মুক্তি দেয়া হয়েছে, সেটি পরিষ্কার নয়।
স্থানীয় মেয়র আলেক্সান্দ্রা কোর্ডেবার্ড বলেছেন, গুলি চালানোর সময় হামলাকারী ব্যক্তি নিজেও আহত হয়। মোট তিনটি টার্গেটে হামলা চালানো হয়েছিল: একটি কুর্দি কমিউনিটি সেন্টার, একটি রেস্টুরেন্ট এবং একটি হেয়াড্রেসারের সালুন। সেখানে দুজন গুলিবদ্ধ হয়।
একজন প্রত্যক্ষদর্শী আলি ডালেক বিবিসিকে জানান, ‘আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন গুলির শব্দ শুনি। আমরা তখন ঘুরে দাঁড়াই এবং দেখি ডানে-বামে লোকজন দৌড়াদৌড়ি করছে’। ‘তারপর পাঁচ-ছয় মিনিট বাদে, আমরা ঐ হেয়ারড্রেসারের সেলুনে ঢুকি। আমরা ওদের চিনতাম। সেখানে গিয়ে দেখি একটা লোককে গ্রেফতার করা হয়েছে। লোকটি বয়স্ক এবং বেশ লম্বা’।
আরেকজন প্রত্যক্ষদর্শী দোকানদার এএফপি বার্তা সংস্থাকে জানিয়েছেন, গোলাগুলির শব্দে তিনি নিজের জায়গায় দরজা বন্ধ করে লুকিয়ে ছিলেন। তিনি বলেন, সাত হতে আটবার গুলির শব্দ শুনেছেন। গুলিতে আহত দুজনের অবস্থাকে আশংকাজনক বলে বর্ণনা করা হচ্ছে।
হামলাকারীকে পুলিশ কোনো বাধা ছাড়াই গ্রেফতার করে এবং তার কাছ থেকে অস্ত্রটিও উদ্ধার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। তদন্তকারীরা বলছেন, তারা একটি হত্যা মামলার তদন্ত শুরু করেছেন। প্যারিসের মেয়র অ্যান হিডালগো দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের প্রশংসা করেছেন। সূত্র : বিবিসি বাংলা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ