রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার সুন্দরগঞ্জে ১০ জুয়াড়ির জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও (ভারঃ) হাবিবুল আলম। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এ রায় প্রদান করা হয়। জানা গেছে, গতকাল বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানের নির্দেশে পুলিশ বালারছিড়া নামক স্থানে অভিযান চালিয়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ৪ জুয়াড়িকে আটক করে। আটককৃতরা হলোÑ কে কৈ কাশদহ গ্রামের আব্দুল জব্বারের পুত্র মজিদ, আজিজুল হকের পুত্র বাবলু, সামাদের পুত্র জবেদুল ও গফুর মিয়ার পুত্র ইছাহাক। জুয়া আইনের ধারায় এদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই ওয়াহেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দক্ষিণ সীচা গ্রামের সবজি ক্ষেতের পাহারা ঘরের ভেতর তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে আটক করে। এরা হলোÑ সীচা গ্রামের লাল মিয়ার পুত্র রুবেল, শহীদ আলীর পুত্র মোনারুল, খোকা মিয়ার পুত্র খুশি মিয়া, খয়বর হোসেনের পুত্র তাজরুল, তোফাজ্জল হোসেনের পুত্র মমিনুল ও দুলাল গ্রামের শামছুল হকের পুত্র মোস্তাফিজুর। ভ্রাম্যমাণ আদালতে এদের প্রত্যেকের ৫০০ করে টাকা জরিমানা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।