Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক শর্তে ‘অ্যাভাটার’ সিরিজ অব্যাহত রাখবেন জেমস ক্যামেরন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

ফ্র্যাঞ্চাইজেরই পরবর্তীফিল্ম মুক্তির তারিখ ঠিক হয়ে আছে দু’বছর আগে থেকেই। পরিকল্পনা মাফিক চললে আরও কিছু নতুন চমক আসতে পারে, আগাম জানিয়ে দিলেন পরিচালক। জেমস ক্যামেরনের দাবি, পরেরফিল্ম আসার আগে আগেরটি থেকে লাভ তুলে নিতে হয়। তাই সাবধানে পা ফেলতে চান এ বারও। ২০০৬ সাল থেকে উদগ্রীব হয়ে আছে দর্শক। নতুন প্রজন্মের মধ্যেও ছড়িয়ে গিয়েছে উন্মাদনা। অবশেষে আসছে জেমস ক্যামেরনের দ্বিতীয় ‘অ্যাভাটার’। কল্পবিজ্ঞান নির্ভর এপিক ফিল্ম হতে চলেছে এটিও। নাম, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’। ১৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ফিল্মটি। এই ফ্র্যাঞ্চাইজেরই পরবর্তীফিল্ম ‘অ্যাভাটার ৩’ মুক্তির তারিখ ঠিক হয়ে আছে দু’বছর আগে থেকেই। ২০২৪ সালের ২০ ডিসেম্বর মুক্তি পাবে তৃতীয় ‘অ্যাভাটার’। শুধু তা-ই নয়, আরও কিছু ভাবনা আগাম জানিয়ে দিলেন পরিচালক, যা বাস্তবায়িত হবে সব কিছু পরিকল্পনা মাফিক চললে । যাতে উচ্ছাস দ্বিগুণ হতে চলেছে দর্শকের। স¤প্রতি এক সাক্ষাৎকারে ক্যামেরন বললেন, ‘৩ নম্বরফিল্ম আমাদের বাক্সে রয়েছে। প্রযোজক দল একদম ঠিকঠাক এগোচ্ছে। এই ভাবে চলতে থাকলে ২০২৮ সালের মধ্যে আর তিনটি ‘অ্যাভাটার’ বানিয়ে ফেলব আমরা।’ তবে শর্ত আছে! কানাডার পরিচালক এর পরই বলেন, ‘সবকিছু নির্ভর করছে এই সপ্তাহের উপর। যদি ফিল্ম সফল হয়, তবেই পরের ভাবনাগুলো বাস্তবায়িত হবে।’ ‘টাইটানিক’ (১৯৯৭) নির্মাতা ক্যামেরনের দাবি, পরেরফিল্ম আসার আগে আগেরটি থেকে লাভ তুলে নিতে হয়। তাই সাবধানে পা ফেলতে চান এবারও। তাঁর কথায়, ‘অবশ্যই আমরা লাভ নিয়েও ভাবছি। এতগুলো ফিল্ম পর পর বানিয়ে নিজেদের পায়ে কুড়াল মারতে চাই না।’ ইতিমধ্যেই ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ বিপুল প্রশংসা পেয়েছে। প্রায় সাড়ে চারশ মিলিয়ন ডলারে নির্মিত ফিল্মটি আয় করেছে ফেলেছে ছয়শ’ মিলিয়ন ডলারের কাছাকাছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ