বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জয়পুরহাটে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে জয়পুরহাট জেলার স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামানের সভাপতিত্বে মূখ্য আলোচনা করেন জাতীয় রাবীন্দ্র সংগীত সম্মীলন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক বাবুল এবং বিশেষ অতিথির বক্তব্য দেন, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাংবাদিক ঐক্য জোটের সহ-সভাপতি মোমেন মুনি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক এবং জেলা প্রশাসন ও তথ্য অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী সভায় গুজব প্রতিরোধে মিডিয়ার ভূমিকা আরো গতিশীল করা এবং সমাজের সবাই কে ভূমিকা রাখার জন্য আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।