Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষক-শিক্ষার্থী মিলনমেলা

বাজিতপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় গতকাল শুক্রবার একটি ব্যতিক্রমি অনুষ্ঠান হয়ে গেলো। এর আগে কোনোদিন এমন অনুষ্ঠান হয়নি বলে আয়োজকরা জানিয়েছেন। ১৯৮৫ থেকে ১৯৯৫ পর্যন্ত যেসব শিক্ষক অবসর গ্রহণ করেছেন তাঁদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে। এদের মধ্যে কলেজ শিক্ষক ২৪ জন এবং ৭৬ জন মাধ্যমিক শিক্ষক। ৮৫ থেকে ৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীগণ মিলন মেলায় শরিক হন। মাহাবুবুল হক বেলালের সভাপতিত্বে উপজেলা নতুন অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, স্থানীয় এমপি আলহাজ মো. আফজাল হোসেন, প্রবীণ শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট তোলে দেন এমপি আফজাল হোসেন। রেজিস্ট্রিকৃত প্রায় ৫০০ জন প্রাক্তন ছাত্র-ছাত্রীদের একটি করে ক্রেস্ট উপহার দেন। অনেক দিন আগে থেকে এর প্রস্তুতি চলে। সুদূর লন্ডন থেকে আহমেদ মুর্শিদ উদ্দিন, গোলাম মোস্তফা মানিক, শহিদুল ইসলাম দুলাল, রায়হান দুলাল মাস্টারসহ অনেকের পরিশ্রমের ফল। পরে স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এতে প্রচুর দর্শক শ্রোতা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ