রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাদিক মামুন, কুমিল্লা থেকে : কুমিল্লার সর্বত্র শীতের আমেজ শুরু হয়েছে। ফুটপাত ও মার্কেটের পোশাক দোকানগুলোতে হরদমে চলছে শীতবস্ত্র বেচাবিক্রি। তবে রাতে ঘুমানোর শীত নিবারণের জন্য ইতোমধ্যে কুমিল্লা নগরী ও এর আশপাশের এলাকায় এবং উপজেলায় লেপ-তোষকের দোকানগুলোতে অর্ডার নেয়া আর বেচাবিক্রি শুরু হয়ে গেছে। কম্বল অনেকের জন্য এলার্জির কারণ হওয়ায় লেপে মুড়িয়ে ঘুমুতে বেশ আরাম অনুভব করেন। আর তাই এ সময়টিতে নতুনভাবে তৈরির অর্ডার ও রেডিমেইড লেপ-তোষক কেনার ধূম পড়ে। নগরীর লেপ-তোষকের দোকানগুলোতে মৌসুমি কারিগরের সংখ্যাও বেড়েছে। শীতের মৌসুম এলেই প্রাচীন শহর কুমিল্লায় এক সময় নতুন লেপ তোষক তৈরি ও আগের ব্যবহারেরগুলো সেলাই করার কাজে ধুনকররা বাড়ি বাড়ি যেতো। এখন আর সেই দৃশ্য চোখে পড়ে না। সময়ের বিবর্তনে মানুষ এখন দোকানমুখী। শীতের আগমনে অগ্রহায়ণের মাঝামাঝি সময় থেকেই লোকজন শীতের রাতে আরামে ঘুমানোর জন্য লেপ-তোষকের দোকানে পা রাখে। এখন পৌষ মাস চলছে। লেপ-তোষক তৈরির দোকানের কারিগররা ব্যস্ত সময় পার করছেন। আর কুমিল্লা নগরীর কাপড়িয়াপট্রি, গোয়ালপট্রি, রাজগঞ্জ, মনোহরপুর, কান্দিরপাড়, পুলিশ লাইন, লাকসাম রোড, রাণীরবাজার, চানপুর, ডিগাম্ববরীতলাসহ বিভিন্ন এলাকায় রেডিমেইড লেপ তোষকের দোকানগুলোতে ভিড় বেড়েছে। লোকজন বিভিন্ন সাইজের ও বিভিন্ন দামের লেপের অর্ডার দিচ্ছেন। কেউবা দোকানে থরে থরে সাজানো রেডিমেইড লেপ ও তোষক কিনছেন। শীতের আগমনে লেপ তোষকের দোকানগুলোতে মৌসুমি কারিগরের সংখ্যাও বেড়েছে। শীত চলে গেলে এসব কারিগররাও অতিথি পাখির মতো অন্য পেশায় ফিরে যায়। কুমিল্লার সব উপজেলাতেই লেপ তোষকের দোকানে বেচাবিক্রি শুরু হয়েছে। নগরীর লেপ-তোষকের দোকানগুলো ঘুরে জানা যায়, এবছর রেডিমেইড লেপ-তোষকের দাম গত তিন চার বছর ধরে একই রকম রয়েছে। সাইজ অনুসারে রেডিমেইড লেপের দাম ৩০০ থেকে ১১০০ টাকা পর্যন্ত। আর সাড়ে ৬শ’ থেকে ১১০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে রেডিমেইড তোষক। তবে সুতা. কার্পাস তুলা ও কাপড়ের দাম ও কারিগরের মজুরি খরচ বেড়ে যাওয়ায় অর্ডারি লেপ তোষকের দাম কিছুটা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের। নগরীর পূর্ব চানপুর এলাকায় রশিদ বেডিং স্টোরের মারিক মো. রশিদ জানান, এবারে তোষক আর লেপের অর্ডার সমান তালেই হচ্ছে। আবার শীত পড়তে শুরু করায় রেডিমেইড লেপের চাহিদা বাড়ছে। পছন্দের লেপের অর্ডারও পাওয়া যাচ্ছে। পৌষের প্রথম দিক থেকে লেপ তোষক বিচাবিক্রি বেড়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।