Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌতুকের দাবি পূরণ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের নাজিরপুরে যৌতুকের দাবি পূরণ করতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গত মঙ্গলবার ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী আকতার হোসেন পলাতক রয়েছে। নিহত গৃহবধূ উপজেলা কলারদোয়ানিয়া গ্রামের দিনমজুর আব্দুর রহিম বাহাদুরের কন্যা। এদিকে একটি প্রভাবশালী মহল এ ঘটনায় কোন মামলা না করে স্থানীয় ভাবে মীমাংসা করার জন্য ওই গৃহবধূর দিন মজুর পিতাকে চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ ওঠেছে। নিহতের বড় ভাই মোস্তাকিম বাহাদুর জানান, তার অনার্স পড়–য়া ছোট বোন ফাতেমা (২৫) এর সাথে এক বছর আগে স্থানীয় উত্তর কলারদোয়ানিয়া গ্রামের আব্দুর রবের ছেলে আকতার হোসেনের সাথে বিয়ে হয়। আকতার উপজেলার গাওখালী বাজারের গার্মেন্টস ব্যবসায়ী। বিয়ের পর থেকে আকতারসহ তার ছোট ভাই খোকন ওই গৃহবধূকে জানায় যে, ছোট ভাই খোকনের নিকট থেকে ৪ লাখ টাকা নিয়ে আকতার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে। তাই ফাতেমাকে তার বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে ওই ৪ লাখ টাকা এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু দিন মজুর পিতা ওই টাকা দিতে ব্যর্থ হওয়ায় ফাতেমার লেখাপড়া বন্ধ করে দিয়ে আকতারের ছোট ভাই খোকনের ঘরে ঝিয়ের কাজ করতে বাধ্য করা হয় এবং মানসিক নির্যাতন করে। শ্বশুর বাড়ীর নির্যাতন সইতে না পেরে গত এক মাস আগে ফাতেমা পিতার বাড়ীতে চলে আসে। কিন্তু তারপরও কয়েক দিন ধরে আকতার ও তার ভাই খোকন ফাতেমাকে ফোনে ওই টাকার জন্য চাপ দেয়। তিনি আরো জানান, ওই রাতে আকতার শ্বশুরবাড়ি গিয়ে ফাতেমার মোবাইলে থাকা যৌতুকের জন্য চাপ সৃষ্টি করার কথোপকথনের রেকর্ডিং মুছে ফেলে এবং তার সাথে খারাপ ব্যবহার করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত সোমবার গভীর রাতে ফাতেমা বিষপান করে। অসুস্থ অবস্থায় তাকে রাত ২টার দিকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তারপর থেকে বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসার জন্য চাপ দিচ্ছে একটি মহল। এ ব্যাপারে মৃতের দেবর খোকন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে। নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল সরোয়ার জানান, ফাতেমার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ