বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় লোকজনকে মারধর করে বেঁধে রেখে গোয়াল ঘর থেকে গরু লুট করা হয়েছে। উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ডেলীপাড়া এলাকায় শুক্রবার ভোর রাত এই ঘটনা ঘটে। এই ঘটনায় ৪টি গরু লুট করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা। গরু লুটকারীদের মারধরে আহত হয় ৪ জন ।এর মধ্যে একজনের আঘাত বেশ গুরুতর। আহতরা হলেন, নবী হোসেন (৩৫), মনজুর আলম (৫০) আব্দুল মান্নান ও রুবেল (২৫)। এর মধ্যে নবী হোসেনের শরীরে বেশ আঘাতের ক্ষত রয়েছে। জানা যায়, বৃহস্পতিবার দিনশেষে গভীর রাতে সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম বান্দরবান সড়ক সংলগ্ন ডেলি পাড়া এলাকায় ১০/১২ জনের সশস্ত্র একটি দল হানা দেয় । তারা দুই ভাগে ভাগ হয়ে এক গ্রুপ স্থানীয় মৃত আব্দুল হকের পুত্র মোহাম্মদ ইব্রাহিমের দুটি গরু ও আব্দুল জলিলের পুত্র মোঃ ওসমান গনির আরো দুটি গরু গোয়াল ঘরের তালাবদ্ধ শিকল কেটে লুট করে। আরেকটি গ্রুপ চট্টগ্রাম-বান্দরবান সড়কের ডেলী পাড়া মসজিদ এলাকায় অবস্থান নিয়ে ওই সড়ক দিয়ে ওই সড়ক দিয়ে বাড়িতে ফেরা লোকজনকে পুলিশ পরিচয় দিয়ে আটকে রেখে মারধর করে তাদের কাছে
থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় । পরে লুট করে নেয়া গরু রাস্তায় পৌঁছলে তারা গরুগুলো গাড়িতে তুলে সটকে পড়েন। ওই সময় তাদের মারধরে চট্টগ্রাম শক্ত থেকে বাড়িতে ফেরা নবী হোসেন, কেরানীহাট থেকে ফেরা
মনজুর আলম, আব্দুল মান্নান ও রুবেল আহত হয়।
এবিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলেশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।