Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে দুষ্কৃতকারীদের হামলায় আহত ৪

উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১১:২৭ পিএম

কক্সবাজারের উখিয়া থানার অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প-৭ এ দুষ্কৃতকারীদের গুলিতে ৪ জন রোহিঙ্গা আহত হয়েছে, তা এপিবিএন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মোঃ ফারুক আহমেদ জানিয়েছেন।

এপিবিএন পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বৃহস্পতিবার ( ২২-ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে একদল দুষ্কৃতকারী ক্যাম্প ০৭ এর খেলার মাঠ এলাকার খাল পাড় দিয়ে প্রবেশ করে। তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। দুষ্কৃতকারীরা ক্যাম্প -০৮ ইস্ট এর বি/৬৪ এর বি/৫৪ তে অবস্থানরত ৪ ব্যক্তিকে গুলি করা আহত করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত স্থান করে। আহতরা হচ্ছেন মোঃ আলমের পুত্র মোঃ সালাম (৩২), আবদুল খালেকের পুত্র মোঃ শফি (৬৩), আবদুস সামাদের পুত্র মোঃ শরীফ (৫৫), ইমাম হোসেনের পুত্র মোঃ নাসের (১৫)। তারা সকলেই ক্যাম্প ৮ এর বিভিন্ন ব্লকের বাসিন্দা।

আহতদের চিকিৎসার জন্য দ্রুত উখিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে Intensive Patrolling ও গোয়েন্দা নজরদারি চলছে বলে জানান এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ