Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মামা-ভাগনে নিহত

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ৪:০৬ পিএম

রাজবাড়ী জেলা সংবাদদাতা : রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মামা-ভাগনে নিহত হয়েছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বাড়ইপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাড়ইপাড়া গ্রামের মজিবর বারীর ছেলে প্রতিবন্ধী জাহিদ বারী (২৫) ও তার ভাগ্নে তুষার (২)।

খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মিজানুর রহমান মিজান জানান, বেলা সাড়ে ১১টার দিকে জাহিদ তার ভাগ্নে তুষারকে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ