Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ২:৪৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় তোফা মনি (৭) নামে একটি শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট গ্রামের বেগুন ক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শিশুটি ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

লাশ উদ্ধারকারী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ দাস জানান, গত সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তোফা। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। সকালে বাড়ির কাছে এক বেগুন ক্ষেতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশ ও বাড়িতে খবর দেন জমির মালিক। পরে পু্লিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই নারায়ণ আরও জানান, শিশুটির গলায় ওড়না পেঁচানো ও দেহে ধর্ষণের আলামত রয়েছে। ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে শিশুটিকে হত্যা করা হয়েছে।



 

Show all comments
  • saleh ২১ ডিসেম্বর, ২০১৬, ৯:৫৪ পিএম says : 0
    এমন নরপশুর অপরাদের মা্ত্রা 90 ডিগ্রীর উপরে, কঠিন শাস্তি হওয়া উচিত ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ