বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছয় জেলায় মোটরসাইকেল আরোহীসহ ৮ জন নিহত ও আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে ফরিদপুরে তিনজন, গাজীপুরে একজন, কুমিল্লায় একজন, চুয়াডাঙ্গায় একজন, হিলিতে একজন ও দিনাজপুরের বিরামপুরে একজন রয়েছেন। গত বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার জানান, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের লালমাইয়ের ফয়েজগঞ্জ ড্রামট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের লাকসামের অদূরে ফয়েজগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বপন মিয়া ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত ব্যক্তি সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর কাশিপুরের মমতাজ মিয়ার ছেলে।
ফরিদপুর জেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের বাসের চাকা ফেটে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কায় দু’জন নিহত হয়েছে। এ সময় ১০ জন আহত হয়। গতকাল দুপরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরের ধুলদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দু’জনের একজন হলেন মো. শাহীনুর। অপরজনের পরিচয় জানা যায়নি। আহতদের ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাটি টানা ট্রলি চাপায় ইমামুল বিশ্বাস নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোবিন্দপুর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমামুল একই উপজেলার সৈয়দপুর গ্রামের ছলেমান বিশ্বাসের ছেলে। পেশায় সে ট্রলি চালক।
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গা শহরে অবৈধ ইজিবাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে ট্রাক চাপায় আব্দুল জব্বার নামে চা দোকানী নিহত হয়েছেন। গত বুধবার রাতে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল জব্বার চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দারপাড়া মৃত. বোরহান উদ্দিনের ছেলে।
হিলি সংবাদদাতা জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেলের ধাক্কায় জহুরুল ইসলাম নামের সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ ব্রাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।নিহত জহুরুল ইসলাম উপজেলার সিংড়া ইউনিয়নের সিংড়া গ্রামের হযরত আলী মন্ডলের ছেলে।
বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় জহুরুল ইসলাম মন্ডল ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের হযরত আলী মন্ডলের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক সড়কের সিংড়া ব্র্যাক অফিস সংলগ্ন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর : গাজীপুরে লরির চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার কালীগঞ্জ থানাধীন তুমুলিয়া ইউনিয়নের বর্তুল বরিহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম- জাকারিয়া দেওয়ান তিনি কালীগঞ্জ থানাধীন উলুয়া এলাকার কফিল উদ্দিন দেওয়ানের ছেলে। তিনি বিভিন্ন ইটভাটায় মাটি সরবরাহের ব্যবসা করতেন। দুপুর পৌণে দুইটার দিকে কালীগঞ্জের তুমুলিয়া-কলিঙ্গা সড়ক দিয়ে (বেড়ি বাঁধ) মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন জাকারিয়া দেওয়ান। পথে বর্তুল বরিহাটি এলাকার বিএমসি লবন কারখানার সামনে পৌছলে পাশের জমি থেকে সড়কে উঠে আসা মাটি বোঝাই একটি লরি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।