Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিনদিন পর স্কুলছাত্রসহ আটজনকে ছেড়ে দিলো রোহিঙ্গা সন্ত্রাসীরা

টেকনাফে অপহরণ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

কক্সবাজারের টেকনাফে অপহরণের তিনদিন পর স্কুলছাত্রসহ আটজনকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। গত বুধবার গভীর রাতে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের আহত অবস্থায় পাহাড়ে ছেড়ে দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। অপহৃতরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা আবছার উদ্দিন, নুরুল মোস্তাফা, করিমুল্লাহ, নুর মোহাম্মদ, মোহাম্মদ উল্লাহ, সেলিম উল্লাহ, রিদুওয়ান ও নুরুল হক।
বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, রাতে সন্ত্রাসীরা তাদের আহত অবস্থায় পাহাড়ে ছেড়ে দেয়। অপহৃত পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, মুক্তিপণ ছাড়াই তারা ফিরেছেন। অপহৃত মোস্তফা ও করিমের বড় ভাই বলেন, আমার দুই ভাই রাতে ঘরে ফিরেছে। তাদের শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। তবে তাদের মুক্তির জন্য টাকা দিতে হয়নি।
ওসি হাফিজুর রহমান বলেন, অপহরণের পর থেকে পুলিশ পাহাড়ে দফায় দফায় অভিযান চালায়। গত রাতেও অভিযান অব্যাহত ছিল। গভীর রাতে খবর আসে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের পাহাড়ে ছেড়ে দিয়েছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধার হাওয়া আটজনের মধ্যে দুজনকে গুরুতর আহত করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
প্রসঙ্গ, গত রোববার বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া পাহাড়ের ভেতর পানির ছড়া এলাকায় মাছ শিকারে গেলে সেখান থেকে তাদের অপহরণ করে অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ