Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় রিং পাইপের চাপায় শিশু নিহত, আহত ১

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ৯:৩৫ পিএম

ফতুল্লার ইসদাইরে খেলা করার সময় সিমেন্টের রিং পাইপের চাপায় নুপুর নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। এসময় আয়শা নামে ছয় বছর বয়সের আরেক শিশু আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৩টায় ফতুল্লার ইসদাইর বাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসদাইর বস্তির সামনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষে একজন ঠিকাদার ড্রেন ও রাস্তার কাজ করছে। কাজ করার সময় মাটি খুড়ে সেখান থেকে পুরানো চার ফুট মোটা সিমেন্টের ১৫/২০টি রিং পাইপ উঠিয়ে একটির উপর আরেকটি রেখে দেয়।

কয়েকদিন ধরে সেই পাইপের কাছেই বস্তির দিন মজুরের শিশু সন্তানরা বসে খেলা করে। বৃহস্পতিবার দুপুরে শিশুরা খেলার সময় পাইপগুলো শিশুদের ওপর পড়ে যায়। এতে করে নুপুর নিহত হয় এবং আয়শা আহত হয়। ঘটনার পরপরই ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন পালিয়েগেছে

ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনের গাফিলতির কারনে পাইপ গড়িয়ে পড়ে ইসদাইর বস্তির দিনমজুর মিলনের শিশু মেয়ে নুপুর নিহত হয়েছে। একই বস্তির পাঁখির শিশু মেয়ে আয়শা গুরুতর আহত হয়েছে। এটা দুঃখজনক। এর বিচার চায়।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ