Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিআরএ আজীবন সম্মাননা পাচ্ছেন শেখ সাদী কাজী হয়াৎ ও নাসিরউদ্দিন ইউসুফ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

মহান বিজয় দিবস উপলক্ষে আজ বিকাল সাড়ে ৪ টায় কাকরাইল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন-বিসিআরএ পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে চলচ্চিত্র, টিভি, সঙ্গীত এবং মঞ্চ তারকাদের ‘বিসিআরএ অ্যাওয়ার্ড-২০২২’ প্রদান করা হবে। সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন সঙ্গীতে শেখ সাদী খান, চলচ্চিত্রে কাজী হায়াৎ ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। সাংবাদিকতা বিভাগে প্রিন্ট মিডিয়ায় বিশেষ অবদান রাখার জন্য ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ইলেক্ট্রনিক মিডিয়ায় বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী এবং অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ইনচার্জ শামছুল হক রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান, সাবেক মন্ত্রী মো. মুজিবুল হক এমপি ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ এবং এম. নাঈম হোসেন-সভাপতি, নাগরিক ঢাকা। সাধারণ সম্পাদক দুলাল খানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অভি চৌধুরী। উল্লেখ্য, শুরু থেকেই বিসিআরএ সুস্থ সংস্কৃতি চর্চা ও এর উন্নয়ন, সামাজিক সচেতনতাসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে আসছে। সহস্রাব্দকে বরণ করে নেয়ার জন্য ২০০০ সালে আলোচিত মিলেনিয়াম অ্যাওয়ার্ড প্রদান, ২০০০ মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে বিশ্ব মাতৃভাষা দিবস উদযাপন করেছে। এছাড়া দুস্থ শিল্পীদের কল্যাণে কর্মকাণ্ড, অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ তথা নিজস্ব সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সংগঠনটি কাজ করে চলেছে। সে ধারাবাহিকতাতেই বিসিআরএ বিজয়ের মাসে সাংস্কৃতিক অঙ্গনের গুণী মানুষদের মূল্যায়নের উদ্যোগ নিয়েছে।



 

Show all comments
  • Mejanour Rahman ২৩ ডিসেম্বর, ২০২২, ৮:৫৭ এএম says : 0
    অভিনন্দন ও শুভকামনা রইলো সবার জন্য।
    Total Reply(0) Reply
  • Mustafizur Rahman Chowdhury ২৩ ডিসেম্বর, ২০২২, ৮:৫৭ এএম says : 0
    আন্তরিক অভিনন্দন জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • Bablu Rahman ২৩ ডিসেম্বর, ২০২২, ৮:৫৮ এএম says : 0
    অজস্র অভিনন্দন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ