প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রখ্যাত পপ সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ প্রথমবারের মতো কাওয়ালি গাইলেন। এই গানের ভিডিওতে মডেলও হয়েছেন তিনি। এজন্য তার পছন্দের টুপি মালয়েশিয়া থেকে আনা হয়। কাওয়ালি গাওয়া নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, সঙ্গীতজীবনে নানা ধাঁচের গান করেছি। তবে কাওয়ালি গাওয়া হয়নি। প্রথমবার গাইছি। এর শিরোনাম ‘ছোট্ট একটি ভলবাসা’। গানটি লিখেছেন পথিক বেগম, সুরও করেছেন তিনি। মেহেদী বাপনের সঙ্গীতায়োজনে এর মিউজিক ভিডিওর নির্দেশনা দিয়েছেন খন্দকার বাপ্পী। গানের কথা অসাধারণ, সুরও ভালো। শ্রোতারা যে ধরনের কাওয়ালি শুনতে চান, এটি তেমন। বড় সেটে ফিল্মি কায়দায় গানের দৃশ্যায়ন হয়েছে। তিনি বলেন, গেটআপেও ছিল যত্নের ছাপ। আমার মাথার মাপে টুপি ঢাকায় পাওয়া যাচ্ছিল না। পলে মালয়েশিয়া থেকে আনাতে হয়েছে। শ্রোতাদের জন্য নতুন বছরে এ কাওয়ালি আমার উপহার। উল্লেখ্য, ফেরদৌস ওয়াহিদ এখন বেশিরভাগ সময় ঢাকা ছেড়ে মুন্সিগঞ্জে তার গ্রামের বাড়িতে থাকেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।