Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে বাসের চাকা ব্লাস্ট হয়ে গাছে ধাক্কা, নিহত-২

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ৮:৩৫ পিএম

ফরিদপুরের সোহাগ পরিবহনের একটি বাসের চাকা ব্লাস্ট হয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরের ধুলদী নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহত হন দুই ব্যক্তি। তাদের একজনের নাম মো. শাহীনুর (৩০) ও অপরজনের বয়স ৬০ বছর; তবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।তবে, এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসময় আহত হন অন্তত ১০ জন। আহতরা হলেন, প্রখর মন্ডল (৪০), তন্দ্রা শর্মা (২২) ও আব্দুল কাদের (৪০)। বাকিদের আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পরে আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দু'জন নিহতের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. আসাদুল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। বাকি আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তবে, আরও দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওই চিকিৎসক।

এব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল বলেন, সোহাগ পরিবহনের একটি বাসের চাকা ব্লাস্ট হয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

এব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।



 

Show all comments
  • rubel ২৩ ডিসেম্বর, ২০২২, ৮:৩৮ এএম says : 0
    তথ্য‌টি ভুল/মিথ্যা । ড্রাইভা‌রের ঘু‌মের কর‌নে এ‌ক্সি‌ডেন্ট হ‌য়ে‌ছে
    Total Reply(0) Reply
  • rubel ২৩ ডিসেম্বর, ২০২২, ৮:৪১ এএম says : 0
    তথ্য‌টি ভুল/মিথ্যা । ড্রাইভা‌রের ঘু‌মের কর‌নে এ‌ক্সি‌ডেন্ট হ‌য়ে‌ছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ