Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

একক নাটক হাত রেখেছি তোমার হাতে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘হাত রেখেছি তোমার হাতে’। শরিফুজ্জামান সাগরের রচনায় এটি পরিচালনা করেছেন সাকিল সৈকত। এতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সালাহ খানম নাদিয়া, শিল্পী সরকার অপু, শিশু শিল্পী অদিতি, আবদুল্লাহ রানা, শেলি আহসান, মুকুল সিরাজ ও সাইফুল ইসলাম। নির্মাতা জানান, শিঘ্রই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে। গল্পে দেখা যাবে, একটি গ্রাম যেখানে তমা তার বাবা-মা ও ছোট বোন পারুলকে নিয়ে থাকে। তমার বাবা গম্ভীর প্রকৃতির। গ্রামে তার প্রচুর সহায়-সম্পত্তি। সেগুলোর তদারকি করেই তার সংসার চলে। অবশ্য এই সম্পত্তির পুরাটা তার একার নয়; অর্ধেকটা তার ভাইয়ের। তবে ভাই-ভাবী মারা যাওয়ার পর অর্ধেক সম্পত্তির মালিক এখন তার ভাতিজা ফারহান। একদিন হঠাৎ কাউকে কিছু না জানিয়ে আমেরিকা থেকে গ্রামের বাড়িতে এসে উপস্থিত হয় ফারহান। ফারহানকে দেখে তমার বাড়ির সবাই অবাক। ফারহান আসায় তমার বাবা একদিকে যেমন খুশি, তেমনি মনে মনে কিছুটা আতঙ্কিত এই ভেবে যে ফারহান হয়ত তার বাবার সম্পত্তির ভাগ নিতে এসেছে। তিনি ঠিক করেন, তমাকে ফারহানের সাথে বিয়ে দিতে পারলে সব দিক রক্ষা হয়। তবে তমা এই প্রস্তাবে রাজি হয় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ