বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাটি টানা ট্রলি চাপায় ইমামুল বিশ্বাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোবিন্দপুর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমামুল একই উপজেলার সৈয়দপুর গ্রামের ছলেমান বিশ্বাসের ছেলে। পেশায় সে ট্রলি চালক।
জানা যায়, গোবিন্দপুর পূর্বপাড়া নামক এলাকায় ট্রলি যোগে মাটির কাঁচা রাস্তার ওপর দিয়ে যাওয়ার সময় ট্রলির চাকা মাটিতে ডেবে যায়। এসময় ট্রলির ইঞ্জিন উল্টে ট্রলির বডির সাথে চালক ইমামুল বিশ্বাস চাঁপা খেয়ে মুখমন্ডল থেঁতলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় সেলাহাটি রেল গেট নামক স্থানে পৌঁছালে সে মারা যায়।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাচ আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেয়েছিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মরদেহের ময়না তদন্তের বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গগত, উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় নেওয়া এবং বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। টলির দাপটে ছোট বড় শিক্ষার্থীরা, পথচারীরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়ছে। মাটি ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ ওই এলাকার মানুষের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।