Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মাধবপুরে মহাসড়কে যানজট ভোগান্তি চরমে

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে সোনাই নদীর উপর নির্মিত বিকল্প সেতুতে ভারী যানবাহন আটকে গতকাল মঙ্গলবার প্রায় সকাল থেকে বেলা ৪টা পর্যন্ত যানবাহন চলাচলে মারাত্মক বিঘœতা সৃষ্টি হয়। এতে সেতুর দুপাশে বাস, ট্রাকসহ শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকা ছিল। এতে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে। বিকল্প বেইলি সেতু দিয়ে সর্বোচ্চ ১৪ টন ওজনের যানবাহন চলাচলের নিয়ম থাকলেও এ নিয়ম নীতি উপেক্ষা করে প্রতিদিনই মাত্রাতিরিক্ত পাথরবাহী যানবাহন সহ ৭০ টন ওজনের ভারী যানবাহন ওই সেতু দিয়ে চলাচল করছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ভারী মালবাহী একটি ট্রাক সোনাই নদীর বিকল্প সেতুর প্লেট সরে গিয়ে ব্রিজের পাশে বিকল হয়ে পড়ে। এতে বেলা ৪টা পর্যন্ত রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। মাধবপুর সোনাই নদীর ব্রিজ মেরামতের ঠিকাদারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের প্রকৌশলী জামাল উদ্দিন বলেন, গত বছরের ডিসেম্বরে এ সেতুর নির্মাণ কাজের কার্যাদেশ পাওয়া যায়। বর্ষা মৌসুমে মাটির বাধ দিয়ে প্রথম বিকল্প সেতু তৈরি করা হয়। ব্রিজের গোড়ায় প্রায়ই ভারী যানবাহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। প্রকল্প ব্যবস্থাপক মহিউদ্দিন বুলবুল জানান, ৩৮ লাখ টাকা ব্যয়ে সোনাই নদীর পুনঃ মেরামতের কাজ এ বছরের জানুয়ারী থেকে শুরু হয়। ব্রিজটি চালু হলে যানজটের সমস্যা থাকবে না। সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী সেকশন অফিসার শামীম আহসান জানান, ওজন নিয়ন্ত্রণের জন্য উপজেলার জগদীশপুর তেমুনিয়ায় একটি ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র থাকলেও এটি এখন বন্ধ রয়েছে। যে কারণে ভারী যানবাহন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন পিপিএম বলেন, ওই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলের বিভিন্ন পরিবহন সেক্টরে চিঠি দেওয়া হয়েছে। ভারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ