Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিতর্কের মাঝেই ঝড় তুলেছে ‘পাঠান’-এর দ্বিতীয় গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ৫:২১ পিএম | আপডেট : ৭:০৭ পিএম, ২২ ডিসেম্বর, ২০২২

‘পাঠান’এর বিতর্কিত গান ‘বেশরম রং’ নেটদুনিয়ায় প্রকাশের পরই নানাভাবে সমালোচনা আর অশ্লীল দৃশ্যের বিতর্কের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান। আর এমন পরিস্থিতিতেই নেট দুনিয়ায় মুক্তি পেল এ সিনেমার দ্বিতীয় গান। বৃহস্পতিবার সকাল ১১টা বাজতেই প্রকাশ্যে এলো 'পাঠান'-এর দ্বিতীয় গান 'ঝুমে যো পাঠান'। গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ, সুকৃতি কক্কর। আর পর্দার সামনে যথারীতি শাহরুখ খান ও দীপিকা পাডুকোন।

প্রথম গানটির মতো দ্বিতীয় গানেও হট লুকে ধরা দিয়েছেন দীপিকা আর শাহরুখ। রোমান্টিক আর অ্যাকশন ঘরানার দ্বিতীয় গানটির মিউজিকের তালে তালে নৃত্যরত এ জুটির অবশ্য এবার কোনো অশ্লীলতা চোখে পড়েনি নেটিজেনদের। তবে গানের ভিডিওতে অনেকটা বডি ফিটনেসকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বলে মনে করছেন অনেকে। কাওয়ালি স্টাইলে এই গান মূলত পাঠানের স্টাইলের সেলিব্রেশন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, প্রথমবার শুনেই শাহরুখ এই গানে মজে যান। পর্দায় এ জুটির কেমিস্ট্রিও অসাধারণ নজরকাড়া হয়েছে। এদিকে দ্বিতীয় গান মুক্তির আগে থেকেই যে অপেক্ষা করে বসেছিলেন দর্শকেরা। তাই মুক্তি পাওয়া মাত্র নজর কাড়ল এই গানের ভিউ। মুক্তির আধঘণ্টার মধ্যে এর ভিউ ছাড়িয়ে যায় ১০ লাখ। আর এই রিপোর্ট লেখা পর্যন্ত গানটির ভিউ অতিক্রম করেছে ৬৫ লাখ।

তাই বলাই যায় বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা হতে চলেছে ‘পাঠান’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ ৪ বছর পর রুপালি পর্দায় ফিরছেন শাহরুখ খান। দীপিকা পাডুকোনকে নিয়ে প্রেক্ষাগৃহে ঝড় তোলার আগেই নেটদুনিয়ার প্রতিনিয়ত ঝড় তুলছে এ জুটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ