Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় জঙ্গল থেকে নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পরিত্যক্ত নির্মাণাধীন বাড়ির পাশে জঙ্গল থেকে এক নারীর অর্ধনগ্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ের পেছনে ফুলেরটেক এলাকায় আশিক হোসেন নামে এক ব্যক্তির মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত পারভীন আক্তার লক্ষীপুর জেলা সদর থানার ঘনে শ্যামপুর হাদীবাড়ী গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। বর্তমান আশুলিয়ার নবীনগর এলাকায় বসবাস করতো সে।
আশুলিয়া থানার এসআই মো. আব্দুস সবুর খান বলেন, গণ বিশ্ববিদ্যালয়ের পেছন থেকে দূর্গন্ধ আসতে থাকলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। নিহতের মুখ ওড়না দিয়ে বাঁধা ও শরীরের নিচের অংশ চাঁদর দিয়ে ঢাকা এবং মুখে ও পায়ে আঘাতের চিহ্ন আছে। ঢাকা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উপ-পরিদর্শক ইমরান আহামেদ বলেন, নিহত নারীর পরিচয় সনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও এই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে। যেহেতু বিবস্ত্র অবস্থায় তাকে পাওয়া গেছে, তাই প্রাথমিক ধারণা, হত্যার আগে তাকে ধর্ষণ করা হতে পারে। তবে পরীক্ষা নীরিক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে ও অপরাধীদের গ্রেফতারের পর হত্যাকাণ্ডের মূল কারণ জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ