Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিরপুর মাদবর বাড়ি কবরস্থান স্থানান্তর কাজ শুরু

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অবশেষে স্থানান্তর করা হলো রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় আবস্থিত মাদবর বাড়ি কবরস্থানটি। এ কবরস্থানটি স্থানান্তরের ফলে ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়কটির সাথে ২ দশমিক ৩৩ কাঠা জায়গা যোগ হয়ে সড়কটি প্রায় ২৫ ফুট প্রশস্ত করা সম্ভব হবে বলে জানিয়েছে ডিএনসিসি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলামের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার সকালে কবরস্থান স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোবাশ্বের চৌধুরীসহ ডিএনসিসি’র কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।
জানা গেছে, গতকাল সককালে মিরপুর রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে ২ দশমিক ৩৩ কাঠা জমির উপর অবস্থিত মাদবর বাড়ি পারিবারিক কবরস্থান স্থানান্তরের কাজ শুরু করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে ডিএনসিসি’র প্রকৌশল বিভাগ ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত প্রায় ১২০ বছরের পুরোনো পারিবারিক এ কবরস্থানের অংশবিশেষ স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে। ডিএনসিসি সূত্রে জানা গেছে, উত্তর সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোবাশ্বের চৌধুরীর মধ্যস্থতায় পারিবারিক কবরস্থানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সৈয়দ আলী মাতবরের বংশধরদের সাথে সমঝোতার ভিত্তিতে এ স্থানান্তর কার্যক্রম সম্পাদন করা হচ্ছে। বর্তমান কবরস্থানের পরিবর্তে মিরপুরে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরস্থানে সমপরিমাণ জায়গা মোহাম্মদ সৈয়দ আলী মাতবরের বংশধরদের জন্য নির্ধারণ করা হয়েছে। এ কবরস্থানটি স্থানান্তরের ফলে ওই এলাকা সংলগ্ন রাস্তা প্রায় ২৫ ফুট প্রশস্ত করা সম্ভব হবে। ডিএনসিসি’র মেগা প্রজেক্টের আওতায় শীগ্রই রাস্তাটির প্রশস্তকরণের কাজ শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ