বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বিভিন্ন অনিয়মের দায়ে রাজধানীর মোহাম্মদপুরের পাঁচটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও উপ-পরিচালক (উপ-সচিব) মো আব্দুল মজিদ এ অভিযান পরিচালনা করেন।
মো. সাইদুর রহমান রুবেল জানান-শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকাতে খাদ্যপণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন এবং মেয়াদ উর্ত্তীনৈর তারিখ লিপিবদ্ধ ব্যতিত খাবার বিক্রয় করায় মুসলিম সুইটস এন্ড বেকারীর ম্যানেজার মো. খোকন মিয়াকে ২০ হাজার টাকা, বিক্রমপুর সুইটসের ম্যানেজার সুজন ওঝা’কে ১০ হাজার টাকা, এআর মর্ডান এগ্রো লিমিটেড এর ব্যবস্থাপক বিপ্লব বারই’কে ১০ হাজার টাকা জরিমানা, হুমায়ুন রোডের মুসলিম সুইটস এন্ড বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করে পরিবেশন করায় ডেলিসিয়া রোজ রেস্টুরেন্টের মালিক বাবুলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এপিবিএন জানায়, ঢাকা মহানগর এলাকায় তাদের এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।