Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুপুষ্টির অভাবে শিশুমৃত্যুর হার বাড়ে

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন অনুপুষ্টির অভাবের ফলে শিশুমৃত্যুর হার বেড়ে যায়, জীবনযাত্রার মান কমে যায় এবং উৎপাদনশীলতা ও উন্নয়ন স্তিমিত হয়ে পড়ে। গতকাল অনুপুষ্টি বিষয়ক জাতীয় সংলাপে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) এর উদ্যোগে জনস্বাস্থ্য ইনন্সিটিউটের সভাকক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় অনুপুষ্টি জরিপ ২০১১-১২ অনুযায়ী প্রতি ৫ জন প্রাক-স্কুলগামী শিশুর মধ্যে ১ জন ভিটামিন এ অনুপুষ্টিতে ভুগছে। প্রাক-স্কুলগামী শিশুদের মধ্যে ক্যালসিয়াম এবং আয়রন ঘাটতির পরিমাণ যথাক্রমে শতকরা ২৪ দশমিক ৪ এবং ৭ দশমিক ২। গর্ভবতী এবং স্তন্যদানকারী  মা  ছাড়া  অন্যান্য মহিলাদের মধ্যে ৭ ভাগ আয়রনের ঘটতিতে, ৪২ ভাগ আয়োডিন ঘাটতিতে, ভিটামিন ডি ও জিঙ্ক ঘাটতির ৫৭ ভাগ এবং  ৫ দশমিক ৪ ভাগ ভিটামিন ‘এ’ ঘাটতি ভুগছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবার পরিচালক ডা. এবিএম মুজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের, বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুন, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. এস কে রায় প্রমুখ।
বক্তারা বলেন, ২য় পুষ্টি বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা (২০১৬-২১) এর কাজ চলছে। যা খুব দ্রুত চূড়ান্ত হবে। পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেমন- খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, শিক্ষা, স্থানীয় সরকার, মহিলা ও শিশু বিষয়ক, দুর্যোগ ও ত্রাণ সমন্বয়ে নতুন কার্যক্রম ও কর্মকৌশল এতে অর্ন্তভুক্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ